ময়মনসিংহে ভুল চিকিৎসার অভিযোগে দীপক কুমার নাগ নামের এক চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১০ আগস্ট) ভুক্তভোগী রোগীর ভাই সামিউল হক সাফা ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে থানাকে এফআইআর ভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
বাদী সামিউল হক মামলায় উল্লেখ করেন, তার বোনকে ঢাকার সোবাহানবাগে দীন মোহাম্মদ চক্ষু হাসপাতালে ডা. দীপক কুমার নাগের কাছে চিকিৎসা করাতে নিয়ে যান।
গত ৫ জুন তার চিকিৎসা করানো হয়। কিন্তু চিকিৎসার পর তার বোনের চোখের অবস্থার আরো অবনতি হতে থাকে। পরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে গেলে লেজারের ভুল চিকিৎসার কথা জানান সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা। এদিকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নিয়ে গেলেও একই কথা জানান চিকিৎসকরা।
তিনি আরো জানান, তার বোনের চোখের রেটিনার ৩৩ ভাগ নষ্ট হয়ে গেছে। তিনি আদালতে সুবিচার প্রার্থনা করেন।
বাদীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, অ্যাডভোকেট পীযূষ কান্তি সরকার, অ্যাডভোকেট নুরুজ্জামান খোকন প্রমুখ।