জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী ফারিন হোসেনকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী নুরুন্নবী অপু বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৭ হাজার ৯২৪ টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফারিন হোসেন পেয়েছেন ৪ হাজার ৭৩২ ভোট।
আজ বুধবার রাত ৮টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা কামরুন্নাহার শেফা।
তিনি পৌর নির্বাচনে বেসরকারিভাবে মেয়র পদে নুরুন্নবী অপুর নাম বিজয়ী ঘোষণা করেন। এ ছাড়া পৌরসভার সাধারণ ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলরগণের নাম ঘোষণ করেন তিনি। নির্বাচিত কাউন্সিলেরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে নুরে আলম সিদ্দিকী জুয়েল, ২ নম্বর ওয়ার্ডে ফরহাদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে এস এম কানন, ৪ নম্বর ওয়ার্ডে আব্দুস সালাম খোকা, ৫ নম্বর ওয়ার্ডে মহসিন আলী বিপ্লব, ৬ নম্বর ওয়ার্ডে মো. মাসুদ, ৭ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডে মো. ওয়াসিম মন্ডল ও ৯ নম্বর ওয়ার্ডে আব্দুল মান্নান মোল্লা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর নির্বাচিতরা হলেন, ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে মোছা, শাহিনা আক্তার, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে আসন রুনা লায়লা ও সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে রেণু আক্তার। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে টানা ৪টা পর্যন্ত।