আজ মঙ্গলবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের অভিযানে অধিকাংশ ফার্মেসিতে প্রচুর মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়।
এই অপরাধে শহরের মামুন মেডিকেল হলকে ৫০ হাজার টাকা, হাজী মেডিসিন কর্নারকে ৫ হাজার টাকা, সুমন মেডিকেল হলকে ৫ হাজার টাকা, মম মেডিকেল হলকে ২ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির কারণে ঢাকা সুইটমিটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এক কার্টন ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। এছাড়া ইলেকট্রনিকস পণ্যের দাম বেশি রাখা হচ্ছে কিনা এ বিষয়ে তদারকি করা হয়েছে।