সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় প্রদীপ জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে ফিল্মি কায়ফায় ককটেল ফাটিয়ে ও গুলি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ওই ডাকাতদের গ্রেপ্তার ও জুয়েলারি ব্যবসার নিরাপত্তার দাবিতে এবার রাস্তায় নেমেছে স্বর্ণ ব্যবসায়ীরা।
রোববার (২৪ জুলাই) দুপুরে ময়মনসিংহের ১৩ উপজেলায় একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখা। এছাড়াও জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে বাজুসের ময়মনসিংহের নেতারা।
মানববন্ধন কর্মসূচী চলাকালে ময়মনসিংহ সব স্বর্ণের দোকান বন্ধ রেখে নিজ নিজ উপজেলায় স্বত:স্ফুর্তভাবে এ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। এদিকে বেলা ১২টা থেকে ময়মনসিংহ নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে জেলার নেতৃবৃদ্ব ঘন্টাব্যপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন- বাজুসের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এম. এ কবির, সহ-সভাপতি টুটুল কর্মকার, সাধারণ সম্পাদক চন্দন কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম ও আব্দুল আলিম, কোষাধ্যক্ষ আব্দুল কাদির, সদস্য মানিক কর্মকার, গোপাল দাস, গোপাল পাল, সুজন দেবনাথ, বলাই দত্ত, প্রদীপ পাল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জুয়েলারি দোকানের সামনে হকাররা রমরমা ব্যবসা করে থাকে। ফলে আমাদের দোকানগুলোর সামনে হট্টগোলের সৃষ্টি হয়। আর এমন সুযোগকে কাজে লাগিয়ে ডাকাতদল ককটেল ফাটিয়ে, গুলি করে স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়। ডাকাতির কোনো ঘটনার সুরাহা আজও মেলেনি। তাই জুয়েলারি ব্যবসার নিরাপত্তার জন্য আজ আমাদের রাস্তায় নামতে হলো। আশা করছি প্রশাসন খুব দ্রুতই নিরাপত্তা নিশ্চিত করবে।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় জুয়েলার্স মালিক অধীর কর্মকারের ভাই কৃঞ্চ কর্মকার বাদি হয়ে অজ্ঞত আসামি করে থানায় মামলা দায়ের করেছে। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আশা করছি খুব দ্রুত ডাকাতরা গ্রেফতার হবে।
এরআগে, বুধবার (২০ জুলাই) রাত ৯ টায় ভালুকা উপজেলার ভালুকা-গফরগাঁও সড়কে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার প্রদীপ জুয়েলার্স নামের একটি দোকানে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় পাঁচ-ছয় জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল প্রাইভেটকারযোগে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে জুয়েলার্সে ঢুকে দোকান মালিক অধীর কর্মকারকে গুলি করে স্বর্ণ লুট করে নিয়ে যায়।