সারাদেশে লোডশেডিং বৃদ্ধি পাওয়ায় বেড়েছে চার্জার ফ্যান ও লাইটের চাহিদা। এই সুযোগে কিছু ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে এসব পণ্য বিক্রয় করে প্রতারণা করছে ভোক্তাদের সাথে।
আজ ময়মনসিংহের সিকে ঘোষ রোড ও রামবাবু রোডে জাতীয় ভোক্তা অধিদপ্তর, ময়মনসিংহ কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করে দেখা যায়, আজগর ইলেকট্রনিকস এ ওয়ালটন ১২ ইঞ্চি চার্জার ফ্যানের এম আর পি যেখানে ৩৪৫০ টাকা সেখানে বিক্রি করা হচ্ছে ৩৭০০ টাকায় এবং ১৪ ইঞ্চি ফ্যানের এম আর পি ৩৬৫০ টাকা হলেও বিক্রি হচ্ছে ৩৯০০ টাকায়। এছাড়া সরকার ইলেকট্রনিকস এ ওয়ালটন ১২ ইঞ্চি ফ্যান বিক্রি করা হচ্ছে ৩৮০০-৩৯০০ টাকায় এবং ৩৮৫০ টাকায় কেনা গোল্ডেন স্টার ফ্যান বিক্রি করা হচ্ছে ৫০০০ টাকায়। এছাড়া অন্যান্য ফ্যানের ক্ষেত্রেও অযৌক্তিক হারে লাভ করা হচ্ছে।
নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে জাতীয় ভোক্তা অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের সহকারি পরিচালক নিশাত মেহের আজগর ইলেকট্রনিকসকে ৫,০০০/- এবং সরকার ইলেকট্রনিকসকে ১০,০০০/- জরিমানা করেন।
এসময় তিনি নিয়মিত জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।