ময়মনসিংহের ভালুকায় প্রস্তাবিত ইকোপার্ক নির্মাণের প্রতিবাদে গত সোমবার (১৮ জুলাই) উপজেলার হবিরবাড়িতে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে মাইকে ‘সাংবাদিকদের বেঁধে পেটানোর নির্দেশ’ দেওয়া হয়। বক্তব্যে এমন কথা বলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও সাবেক যুবলীগ নেতা রেজাউল করিম রিপন। তারই প্রতিবাদে আজ বুধবার (২০ জুলাই) ভালুকা প্রেস ক্লাবের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তৃতা করেন ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাবেক সভাপতি এস এম শাহজাহান সেলিম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ খান, এম এ মালেক খান উজ্জল, মোহাম্মদ আক্কাছ আলী, আতাউর রহমান তরফদার, শাহ মো. হাছান আলী, মোখলেছুর রহমান মনির, এম এ সামাদ, এম এ সবুর, আলমগীর হোসেন, জহিরুল ইসলাম জুয়েল, হাদিকুর রহমান হাদিস, রফিকুল ইসলাম রফিক, খলিলুর রহমান, মনির খান, শফিকুল ইসলাম সবুজ, জুনায়েদ শাহরিয়ার খান প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিকদের বেঁধে পেটানোর নির্দেশদাতা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও সাবেক যুবলীগ নেতা রেজাউল করিম রিপনকে অবিলম্বে তাদের বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। আর তা না হলে পরবর্তী সময়ে আরো বড় কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।
এদিকে, মানববন্ধনের পরপরই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ভালুকা প্রেস ক্লাবে উপস্থিত হয়ে গত ১৮ জুলাই সাংবাদিকদের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহারের পর দুঃখ প্রকাশ করেন।