ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মা-বাবা-বোন নিহতের সময় মায়ের গর্ভ ফেটে আশ্চর্যজনকভাবে জন্ম নেওয়া নবজাতক কন্যা এবং তার দুই ভাই-বোনের সহায়তার জন্য খোলা হয়েছে একটি যৌথ ব্যাংক একাউন্ট। সোমবার (১৮ জুলাই) জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের নির্দেশে ত্রিশাল উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে সোনালী ব্যাংকের ত্রিশাল শাখায় সঞ্চয়ী ব্যাংক অ্যাকাউন্টটি খোলা হয়।
সন্ধ্যা পৌনে ৭ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তারুজ্জামান।
তিনি বলেন, “রত্না আক্তার রহিমা এর নবজাতক ও অপর দুই সন্তানের সহায়তা হিসাব” শিরোনামে সোনালী ব্যাংকের ত্রিশাল শাখায় সঞ্চয়ী অ্যাকাউন্টটি খোলা হয়েছে। অ্যাকাউন্ট নং- 3324101028728, রাউটিং নম্বর- 200612351। নবজাতক ও তার দুই ভাই-বোন নাবালক হওয়ায় তাদের দাদা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ স্বাক্ষরে একাউন্টটি পরিচালিত হবে। এ পরিবারটিকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছেন তারা এই অ্যাকাউন্ট নম্বরে সহায়তার অর্থ পাঠাতে পারেন।
ইউএনও আক্তারুজ্জামান আরও বলেন, পরিবারটির বর্তমান অবস্থা বিবেচনায় আরও বেশ কিছু কর্মকাণ্ড হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। শিশুদের দেখভাল করার জন্য উপজেলা সমাজসেবা অফিসারের সহায়তায় তাদের দাদী সুফিয়া আক্তারের জন্য একটি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। সেইসঙ্গে শিশুদের জন্য ভিজিডি কার্ডের ব্যবস্থা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও পরিবারটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও শিশুদের নিয়মিত খোঁজ-খবর রাখা হচ্ছে।