ময়মনসিংহে চরপাড়ায় অবস্থিত ঢাকা মিষ্টিমুখ নামক মিষ্টির দোকান থেকে এক ব্যক্তি ২ কেজি মিষ্টি ক্রয় করে বাসায় নেওয়ার পর দেখেন অধিকাংশ মিষ্টি নষ্ট। এই মিষ্টি খেয়ে বাসার দুই বাচ্চা অসুস্থ হয়ে যায়। অতঃপর তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ে অভিযোগ করেন।
অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। ফলে আজ সোমবার অভিযান পরিচালনা করে উক্ত প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।
এসময় অভিযোগকারীকে নিয়মানুসারে জরিমানার ২৫% হিসেবে ৩৭৫০ টাকা প্রণোদনা প্রদান করা হয়।