ময়মনসিংহে ট্রেনের ছাদ থেকে লাইনের ওপর পড়ে যান রাশেদ (৩৪) নামে একজন। পরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। নগরীর মিন্টু কলেজ রেলক্রসিং এ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
মৃত রাশেদ (৩৪) জামালপুরের মেলান্দহ উপজেলার পশ্চিম হামলা গ্রামের নাজির সোনার ছেলে। রাশেদ ঢাকায় এক খামারে কাজ করতেন। তিনি ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন।
নগরীর মিন্টু কলেজ রেলক্রসিং এ আসলে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে লাইনের ওপর পড়ে যান রাশেদ। ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ রেলগেট অতিক্রম করার সময় রেললাইন সংলগ্ন লাইনের উপর দিয়ে ঝুলে থাকা ইন্টারনেটের তারে আটকে রাশেদ ছাদ থেকে পড়ে যান। এ সময় রাশেদ ট্রেনের নিচে লাইনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।