ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মূল্যতালিকা প্রদর্শন না করায় ৬টি প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।
তিনি জানান, অভিযানে ত্রিশাল হোটেলকে ১০ হাজার টাকা, শরিফ মেডিকেল হলকে ১০ হাজার, হায়দার ক্লিনিক (ফার্মেসি) কে ২০ হাজার, ফাইভ স্টার ফাস্ট ফুডকে ৩ হাজার এবং ২টি মুদি দোকানকে ৪ হাজারসহ মোট ৬টি প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।