মুসলিম ধর্মের ৫টি গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যে অন্যতম হজ। প্রতি বছর আরাফার ময়দানে ৯ জ্বিলহজ হজের খুতবা অনুষ্ঠিত হয়। আরবি ভাষাতে এই খুতবা দেয়া হলেও তা অন্য কয়েকটি ভাষায়ও অনুবাদ হয় তাৎক্ষণিকভাবে। গতবার ১০ টি ভাষায় এই খুতবার অনুবাদ প্রচারিত হয়েছিল। চলতি বছর মোট ১৪টি ভাষায় হজের খুতবা শোনা যাবে, যার মধ্যে আছে বাংলা ভাষাও।
গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর জেনারেল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ড. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস জানিয়েছেন, শুক্রবার হজের খুতবা প্রদানের সময় একযোগে তা অনুবাদ করা হবে ইংরেজি, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, বাংলা, তুর্কি, হাউসা ভাষায়।