নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রাকচাপায় জাহাঙ্গীর আলম (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা চৌরাস্তা ফায়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম উপজেলার খলিশাউড় পূর্বপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি পেশায় একজন পল্লি চিকিৎসক ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা সাড়ে তিনটার দিকে জাহাঙ্গীর মোটরসাইকেল চালিয়ে পূর্বধলা বাজার থেকে ইচুলিয়া বাজারে যাচ্ছিলেন। পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা চৌরাস্তা ফায়ার স্টেশনের সামনে পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। তখন দুর্গাপুরের সোমেশ্বরী থেকে ময়মনসিংহগামী বালুবাহী একটি ট্রাক জাহাঙ্গীরকে চাপা দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ইজিবাইক ও ট্রাকটি জব্দ করা গেলেও চালকেরা পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।