ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাখাওয়াৎ হোসেন খান (৪৬) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক রামসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি রামসোনা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের সন্তান।
নিজ মৎস্য খামারের পুকুরের পানি সেচের মোটর ফিটিং করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান তিনি।
ফুলপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষকতার পাশাপাশি সফল চাষি ছিলেন তিনি। আজ স্কুলে যাওয়ার আগে নিজের পুকুরে মাছের খাবার দিতে যান। সেখানে পানি সেচের বৈদ্যুতিক মোটরের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। পুকুরের কাজ শেষে বাসায় এসে ভাত খেয়ে স্কুলে যাওয়ার কথা তার। কিন্তু দীর্ঘ সময়েও না ফেরায় তার বৃদ্ধা মা পুকুরের পাড়ে যান। সেখানে ছেলেকে পড়ে থাকতে দেখে অজ্ঞান হয়ে যান তিনি। পরে স্থানীয়রা ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করেন। তার ঘরে বৃদ্ধ মা, স্ত্রী ও চার সন্তান রয়েছে।
এ ব্যাপারে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।