জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা থেকে দুই দিন ধরে দেশের ২০ জেলায় ট্রাকে সার পরিবহন বন্ধ রয়েছে। বিআরটিসির ট্রাকে সার পরিবহনের প্রতিবাদে তারাকান্দি ট্রাকচালক শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়ায় সার পরিবহন বন্ধ হয়ে গেছে।
ট্রাকচালক শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, যমুনা সার কারখানা থেকে প্রায় ৩০ বছর ধরে দেশের ২০ জেলায় স্থানীয় ট্রাকে পরিবেশকদের মাধ্যমে কৃষকদের কাছে সার পরিবহন করা হয়। তবে সম্প্রতি যমুনা সার কারখানার কতিপয় কর্মকর্তা ও বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশনের (বিসিআইসি) কর্মকর্তাদের যোগসাজশে স্থানীয় ট্রাকে সার পৌঁছানোর কার্যক্রম ব্যাহত করতে বিআরটিসির সঙ্গে চুক্তি করা হয়েছে।
এর মধ্যে গতকাল রোববার সকালে ২৩ হাজার টন ইউরিয়া সার বিভিন্ন বাফার গোডাউনে সার পরিবহন করার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা ক্ষুব্ধ হন। পরে শ্রমিকেরা বিআরটিসির সঙ্গে চুক্তি বাতিল করে সরাসরি স্থানীয় ট্রাকে কারখানা থেকে সার পরিবহনের দাবি জানিয়ে ধর্মঘটের ঘোষণা দেন। আজ সোমবার বিকেল চারটা পর্যন্ত ধর্মঘট চলছে।
এ ব্যাপারে তারাকান্দি ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আক্কাস আলী বলেন, গতকাল সকাল থেকে সার কারখানার ২ নম্বর ফটকে ট্রাক রেখে শ্রমিকেরা ধর্মঘট পালন করছেন। দাবি মেনে না নিলে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি অব্যাহত থাকবে।
তারাকান্দি ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম বলেন, ট্রাকমালিকদের কোনো ক্ষোভ নেই। কিন্তু পরিবহনচালক-শ্রমিকদের দাবি ন্যায়সংগত।
জানতে চাইলে যমুনা সার কারখানার বিক্রয় ও বিতরণ বিভাগের ব্যবস্থাপক (বাণিজ্যিক) মাহবুবুল আলম বলেন, বিষয়টি নিয়ে পরিবহনচালক-শ্রমিকনেতা ও মালিক সমিতির সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। শিগগিরই সমস্যা সমাধান হবে বলে আশা করছেন তিনি।