জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক সমাজ ও মানববিদ্যা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ও ১৫ জুন। এ উপলক্ষে সম্মেলনের লোগো বুধবার (১ জুন) সকালে উন্মোচন করা হয়েছে।
সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে লোগো উন্মোচন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, কনফারেন্স আয়োজক কমিটির আহ্বায়ক ড. শেখ মেহেদী হাসান ও সদস্য সচিব ড. মেহেদী উল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হবে। বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর মতো আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণামনস্ক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটা পরিবেশ চাই যেখানে জ্ঞানের চর্চা হবে, গবেষণা হবে। সে লক্ষ্য নিয়ে আমরা শিক্ষা, গবেষণা ও উন্নয়ন এই তিনকে মোটো ধরে সামনে এগিয়ে যাচ্ছি। ‘
এসময় উপাচার্য আরো বলেন, ‘এবারের কনফারেন্সে অংশ নিতে ২৬০টি অ্যাবস্ট্রাক্টস জমা পড়েছে। এটা খুবই ইতিবাচক। এরমানে হলো বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে নজরুল বিশ্ববিদ্যালয় ইমপ্যাক্ট ফেলতে শুরু করেছে। যা আমাদের বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ের জন্যও ভালো। কেননা বিশ্বের র্যাংকিং নির্ভর করে এ ধরনের বিষয়গুলোর ওপরে। ‘
আয়োজক কমিটির আহ্বায়ক ড. শেখ মেহেদী হাসান জানান, জমা পড়া গবেষণা প্রস্তাবের সারাংশের মধ্যে যাচাই বাছাই করে প্রায় ৮০টির মতো সারাংশ নির্বাচিত করা হয়েছে। প্যারালাল সেশনের মধ্যদিয়ে কনফারেন্সটি অনুষ্ঠিত হবে। ভারত, মালয়েশিয়া, ইংল্যান্ড থেকে আসা গবেষকরা কনফারেন্সে অংশ নিবেন।
আয়োজক কমিটির সদস্য সচিব ও কথাসাহিত্যিক ড. মেহেদী উল্লাহ বলেন, ‘মাননীয় উপাচার্য স্যার নিজেই এই কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক। তাঁরই বিশেষ আগ্রহ ও উদ্যোগে এটিই বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক কনফারেন্স হতে যাচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার এবং কনফারেন্স বাস্তবায়নের কাজকে সহজ করে দিয়েছে। আয়োজক কমিটির সদস্যরা দিনরাত্রি পরিশ্রম করে যাচ্ছেন। আমি বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগিতা কামনা করছি। শিক্ষা ও গবেষণায় আমরা সমৃদ্ধ হতে চাই। ‘