ময়মনসিংহের গফরগাঁওয়ে হঠাৎ দুটি রেললাইনের জোড়ার কিছুটা অংশ ভেঙে গিয়ে গফরগাঁও ও মশাখালী স্টেশনে দুটি আন্তনগর এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। স্থানীয়রা স্টেশন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর ৪০ মিনিট পর রেললাইনটি মেরামত করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ রেলপথের হাতীখলা বাজারে এ ঘটনা ঘটে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন গফরগাঁও-মশাখালীর মধ্যবর্তী হাতীখলা বাজার অতিক্রম করার পর স্থানীয় লোকজন দেখতে পান রেললাইনের জোড়ার কিছুটা অংশ ভাঙা রয়েছে।
এতে ট্রেন লাইনচূত হয়ে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাঁরা বিষয়টি গফরগাঁও রেলস্টেশন কর্তৃপক্ষকে অবহিত করেন। এ অবস্থায় মশাখালী স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর ব্রহ্মপুত্র ও গফরগাঁও স্টেশনে ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।
গফরগাঁও স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার আশরাফ উদ্দিন চৌধুরী পিডাব্লিউর সঙ্গে যোগাযোগ করে লোক পাঠিয়ে রাত সাড়ে ৯টার দিকে ভাঙা রেললাইনটি মেরামত করালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আশরাফ উদ্দিন চৌধুরী বলেন, ‘এটা কোনো নাশকতা নয়। রেললাইন অতিরিক্ত গরম হলে অনেক সময় এমন হতে পারে। তবে স্থানীয় লোকজন দ্রুত না জানালে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। ‘