1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

হাওরে ট্রলার ডুবে নিহত ১, নিখোঁজ ১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

কিশোরগঞ্জের ইটনায় ট্রলার ডুবে একজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার এলংজুরী বাজার ঘাটের পাশে ঘটনাটি ঘটে।

নিহত ৫০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম ঠিকানা এখনও জানা যায়নি। আর আড়াই বছর বয়সের এক শিশু নিখোঁজ রয়েছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল ৮ টার দিকে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের চরপাড়া থেকে করিমগঞ্জের চামটাঘাটের উদ্দেশ্য রওনা দেয় ট্রলারটি। ট্রলারটিতে ধানের কুড়া বোঝাই ছিল। এ অবস্থায় ট্রলারটিতে কয়েকজন যাত্রী উঠেন।

সকাল সাড়ে ৯ টার দিকে ইটনা উপজেলার এলংজুরী বাজারঘাটের পাশে পৌছানোর পর ট্রলারটি ঘুরাতে গিয়ে ডুবে যায়। এতে অন্য যাত্রীরা ট্রলারের ভিতর থেকে বের হয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বৃদ্ধ এই নারী বের হতে পারেননি। এছাড়াও আড়াই বছরের আরেকটি শিশু নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি।

উদ্ধার তৎপরতা চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি