1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করতে গিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে আজ রোববার দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনের আয়োজন করেছিল ছাত্রলীগ। তবে মানববন্ধনে দাঁড়ানো নিয়ে সৃষ্ট বিরোধের জেরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছে। এ ঘটনার সাথে জড়িত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে এক বহিরাগতকে আটক করে প্রক্টরিয়াল বডি।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার দুপুরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ একটি মানববন্ধন আয়োজন করে। এ সময় মানববন্ধনের লাইন সোজা করাকে কেন্দ্র করে সিইসি বিভাগের ফাহিমের সাথে পপুলেশন সাইন্স বিভাগের শিক্ষার্থী সাদ এর সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বিকালে ফাহিম বহিরাগত অর্ধশতাধিক ক্যাডার নিয়ে ক্যাম্পাস সাদ ও তার বন্ধুদের উপর অতর্কিত হামলা চালায়।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিএসসি বিভাগের দুর্লভ, আইন বিভাগের সংগ্রাম, সাজ্জাদ, মেনেজমেন্ট বিভাগের শাউন, আইন বিভাগের সিফাত, ফারাবি, মেনেজমেন্ট বিভাগের প্রান্ত আহত হয়। পরে হলের শিক্ষার্থীরা খবর পেয়ে বহিরাগতদের ধাওয়া দিলে রিয়াদ নামের এক বহিরাগত আহত হয় ও রিয়ন নামের এক বহিরাগতকে হলে নিয়ে আটক করে প্রক্টরিয়াল বডিকে খবর দেয় শিক্ষার্থীরা। এসময় বহিরাগতদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বহিরাগতদের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

আহতদেরকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও ত্রিশাল থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে আহত আইন বিভাগের শিক্ষার্থী সাজ্জাদের অবস্থা গুরুতর হওয়ায় ত্রিশাল থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, সিইসি বিভাগের ফাহিম দেশীয় অস্ত্রসহ বহিরাগত ক্যাডার নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় আমাদের আট দশজন শিক্ষার্থী আহত হয়। পরে হলের শিক্ষার্থীরা খবর পেয়ে বহিরাগতদের ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু বলেন, মানববন্ধনে লাইনে দাঁড়ানো নিয়ে দুই শিক্ষার্থীর কথাকাটির ঘটনা ঘটে। এরই জের ধরে বিকেলে বহিরাগত ও শিক্ষার্থীদের সাথে মারামারির ঘটনা ঘটে। তবে ক্যাম্পাস এখন শান্ত রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জল কুমার প্রধান জানান, বিকালে বহিরাগতদের সাথে আমাদের শিক্ষার্থীদের মারামারির ঘটনা ঘটে। খবর আমরা ঘটনাস্থলে গিয়ে রিয়ন নামে একজন বহিরাগতকে আটক করে নিয়ে আসি। তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি