নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুজন মারা যান।
এদের মধ্যে জাকারুল মিয়া (৩৪) নামে এক ব্যক্তি বুধবার বিকাল পৌনে পাঁচটায় উপজেলার মেন্দিপুর ইউনিয়নে খলাপাড়া গ্রামে বজ্রপাতে মারা যান।
নিহত জাকারুল মিয়া আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের ইকরহাটি গ্রামের মো. আকেব আলীর ছেলে।
মেন্দিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু হাকিম জানান, বুধবার বিকালে খলাপাড়া হাওরে কয়েকজন ধান কাটতে গিয়েছিলেন।এসময় হঠাৎ করেই ঝড়বৃষ্টি শুরু হয়।
তারা দৌড়ে বাড়ির দিকে আসার সময়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই জাকারুলের মৃত্যু হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, উপজেলার মেন্দিপুর ইউনিয়নের খলাপাড়া হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।
অপরদিকে একই সময়ে চাকুয়া ইউনিয়নের রানিচাপুর গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে মো. মামুন মিয়া (১৪) বুধবার বৃষ্টির সময় বাড়ির সামনে ধান তুলতে গেলে বজ্রপাত ঘটে।
এসময় বজ্রপাতের তীব্র আওয়াজে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে স্বজনরা তাকে নিয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে রওনা হন।তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিলে তিনি মারা যায়।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইয়াসিন খন্দকার বলেন, নিহত দুজনের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ১৫ হাজার টাকা করে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।