এক হাজার টাকার লাল নোট লেনদেন বন্ধে একটি ভুয়া নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভুয়া নির্দেশনায় লেখা হয়, “বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাক্রমে ১০০০ টাকা মূল্যমানের লাল নোট লেনদেনের সর্বশেষ সময়সীমা আগামী ৩০/০৫/২২ ইং তারিখ পর্যন্ত। এরপর আর কোন ১০০০ টাকা মূল্যমানের লাল নোট ব্যাংকে জমা নেওয়া হবে না। সুতরাং আগামী ৩০/০৫/২২ ইং দুপুর ১২ টার মধ্যে ১০০০ টাকার লাল নোট ব্যাংকে জমাদানের নির্দেশ প্রদান করা হল। পরবর্তী দিন হতে ১০০০ টাকা মূল্যমানের লাল নোট অচল বলে গণ্য হবে।”
নির্দেশনাটির নিচে মোঃ একাববর আলী নামে কৃষি ব্যাংকের এক কর্মকর্তার সীল দেখা যায়। তবে সীলে জামালপুর লেখা থাকলেও ব্যাংকের শাখার নাম অস্পষ্ট দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন নির্দেশনা ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। এমন নির্দেশনার সত্যতা যাচাই করতে আঙ্গর টিবি খোঁজ নিয়ে জানতে পারে মোঃ একাববর আলী বাংলাদেশ কৃষি ব্যাংক জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ভাবকী বাজার শাখার শাখা ব্যবস্থাপক। তার সাথে যোগাযোগ করা হলে তিনি নির্দেশনাটি সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেন।
মোঃ একাববর আলী মুঠোফোনে জানান, “ব্যাংক থেকে এ ধরনের কোন নির্দেশনা দেওয়া হয় নি। এটি সম্পূর্ণ ভুয়া। কে বা কারা তার নাম ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নির্দেশনাটি ছড়িয়ে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”