নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার আসামি গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় ৩১ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। মামলায় তিনজনকে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার রাতে এসআই সাইফুল মালেকের নেতৃত্বে পুলিশ শ্রীবরদী উপজেলার ঢনঢনিয়া গ্রামে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার আসামি আব্দুর রহমানের ছেলে রাসেলকে গ্রেপ্তার করতে যায়। এসময় বাড়ির নারী-পুরুষরা দুই পুলিশ সদস্যের ওপর হামলা চালায়। উত্তেজিত নারীরা কামড়িয়ে গুরুতর আহত করে এসআই সাইফুল মালেক ও পুলিশ সদস্য দেলোয়ার হোসেনকে।
পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে। এ ঘটনায় শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রহমান (৪৫), মমতা বেগম (২৮) ও মজিনা বেগম ( ২৫)।
আহত দুই পুলিশ সদস্যকে শ্রীবরদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত এসআই সাইফুল মালেক বাদী হয়ে ১১ জন এজাহার নামীয় ১৫/২০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা দুঃখজনক। আটক তিনজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।