ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছে বলে জানা গেছে। মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলেই সজিব মিয়া (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় গুরুতর আহত ইব্রাহিম খলিল (৪৫) এক ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হলে বিকেলে চিকিৎসাধীন তাঁরও মৃত্যু হয়।
আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের মুশুল্লি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব মুশুল্লি ইউনিয়নের আগমুশুল্লি গ্রামের সুকেন মিয়ার ছেলে। সে স্থানীয় মুশুল্লি উচ্চ বিদ্যালয়ে ১০ শ্রেণিতে পড়াশোনা করত। ইব্রাহিম খলিল টাঙ্গাইলের ব্রাহ্মণখোলা এলাকার মৃত আদম মিয়ার ছেলে।
জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে দ্রুতগতির মোটরসাইকেল ও পিকআপের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সজিব মিয়ার মৃত্যুর হয়। স্থানীয়রা আহত ইব্রাহিম খলিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করে। পরে নান্দাইল হাইওয়ে থানা-পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিক আমাদের কেউ জানায়নি। পরবর্তীতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে ওই দুর্ঘটনায় আহত ব্যক্তি বিকেলের দিকে ময়মনসিংহ হাসপাতালে মারা গেছে।’