ময়মনসিংহের ফুলপুরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফুলপুরে ৬টি ইউনিয়নের ৪০টি পরিবারের মাঝে জমির মালিকানা দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়।
এছাড়া ‘ক’ শ্রেণির ৩য় পর্যায়ের ভূমিহীনদের মাঝে আরও ১০টি ঘর প্রদান করা হবে। এসব ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধরের সঞ্চালনায় চাবি হস্তান্তরপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র শশধর সেন, সহকারী কমিশনার (ভূমি) ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বিজয় কুমার বিশ্বাস, ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী প্রমুখ।