1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন

ভালুকায় ঈদ উপলক্ষে ঘর উপহার পাচ্ছেন আরও ৪৫ পরিবার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভালুকায় ৪৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ ঘর। রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার জানান, ৩য় পর্যায়ে ঈদ উপহার হিসেবে আগামী ২৬ এপ্রিল সারা দেশে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ভালুকা উপজেলায় ৪৫টি ঘর হস্তান্তর করা হবে। প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ, রাস্তা, স্যানেটারি, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারি, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাংবাদিক মোখলেসুর রহমান মনির, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম রফিক ও খলিলুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি