ময়মনসিংহের নান্দাইলে একটি ঘরে পটকা বানানোর সময় বজ্রপাতের কারণে সেখানে বিস্ফোরণ ঘটে দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) ভোর ছয়টার দিকে নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশহাটি গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার আবুল হোসেনের স্ত্রী নাছিমা বেগম (৩০) ও একই গ্রামের আব্দুল গণির স্ত্রী আফিলা বেগম (৪৫)।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, একটি ঘরে দুই নারী পটকা বানানোর কাজ করছিল। এসময় বজ্রপাত ঘটলে ঘরে থাকা ক্যামিকেলে বিস্ফোরণ ঘটে। এতে ঘরটির টিনের চাল উড়ে যায়, দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।