কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে মামাকে খুন করেছেন ভাগ্নে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মামার নাম আফজালুর রহমান রায়হান (৩২)। তিনি পোড়াবাড়িয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ও পোড়াবাড়িয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।
ভাগ্নে মসসিন (১৮) কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাগ্নে মহসিন তার মাকে নিয়ে দীর্ঘদিন ধরে মামার বাড়িতে বসবাস করে আসছেন। মামা রায়হানের সঙ্গে ভাগ্নে মহসিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে আজ বৃহস্পতিবার বিকেলে রায়হানের সঙ্গে ভাগ্নে মহসিনের কথা কাটাকাটি হয়। এসময় ভাগ্নে মহসিন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে মামা রায়হানকে উপুর্যপুরি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। গুরুতর আহত রায়হানকে এলাকাবাসী উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভাগ্নে মহসিন পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য রায়হানের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় থানায় কেউ মামলা দায়ের করেননি।