শেরপুরের ঝিনাইগাতীতে ফেনসিডিলসহ তিন আদিবাসী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে সোমবার দিনগত রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর পুলিশ মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাটের রাঙ্গাপাড়া গ্রামের বসুক সাংয়ের ছেলে জেক্কান রিচিল (২৫), নালিতাবাড়ীর খলচান্দা গ্রামের মৃত বিমল কোচের ছেলে নির্মল কোচ (২৩) ও ঝিনাইগাতীর রাংটিয়া গ্রামের গন্দেরাম কোচের ছেলে লিটন কোচ (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর পুলিশ মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে লিটন তিনটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অন্য দুজনের নামেও একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভুঁইয়া বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।