1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ

আঙ্গর টিভি অনলাইন প্রতিযোগিতা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

অনলাইন প্রতিযোগিতা
আয়োজক : আঙ্গর টিভি
ক গ্রুপ : কুরআন তেলাওয়াত
খ গ্রুপ : হামদ নাত
গ গ্রুপ : কবিতা আবৃত্তি

কুরআন তেলাওয়াত, হামদ নাত ও কবিতা আবৃত্তি পাঠানোর ঠিকানা
হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম নাম্বার 01715640016, 01711127744
ইমেইল : angortv2020@gmail.com
পাঠানোর শেষ সময় : (৩০ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত

★ নিয়মাবলী : কুরআন তেলাওয়াত
• ধরণ- পবিত্র কুরআনের যেকোন অংশের তেলাওয়াত
প্রতিযোগী শ্রেণি : যেকোন বয়সী

★ নিয়মাবলী : হামদ-নাত
• ধরণ- যেকোন হামদ-নাত
• প্রতিযোগী শ্রেণি : যেকোন বয়সী

★ নিয়মাবলী : কবিতা আবৃত্তি
• ধরণ : যে কোন কবিতা
• ভাষা : বাংলা
• প্রতিযোগী শ্রেণি : যেকোন বয়সী

★ বিশেষ নির্দেশনা :
• একজন প্রতিযোগী সর্বোচ্চ ১টি কুরআন তেলাওয়াত, হামদ-নাত অথবা আবৃত্তি জমা দিতে পারবেন।
• একজন প্রতিযোগী সর্বোচ্চ ১টি বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন।
• জমাকৃত হামদ-নাত অথবা আবৃত্তির এর বিষয়ে কপিরাইট সংক্রান্ত কোন দায় আঙ্গর টিভি কর্তৃপক্ষ নেবে না। সেক্ষেত্রে জমাকৃত হামদ-নাত বা আবৃত্তি বাতিল বলে গণ্য হবে।

★ কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও আবৃত্তি পাঠানোর পদ্ধতি :
• প্রতিটি আবৃত্তির ভিডিও ক্যাপশনে কবিতার নাম ও কবির নাম শুদ্ধভাবে লিখা আবশ্যক।
• ভিডিও ক্যাপশনে নাম, ঠিকানা, পেশা এবং মোবাইল নাম্বার ও ইমেইল (প্রযোজ্য ক্ষেত্রে) উল্লেখ করতে হবে।
• কুরআন তেলাওয়াত, হামদ-নাত এবং আবৃত্তির ভিডিও আঙ্গর টিভি পেইজে প্রকাশ করা হবে। এবং গ্রুপের নোটিশে পোস্টকৃত ভিডিওর লিংক দেয়া থাকবে।
• অশালীন, বিশেষ ব্যক্তি গোষ্ঠী, ধর্ম-বর্ণের প্রতি অসম্মানজনক শব্দচয়ন অবশ্য পরিহার্য।

★ ভিডিও পোস্ট এর ক্ষেত্রে :
• কুরআন তেলাওয়াত, হামদ-নাত এবং আবৃত্তির ভিডিওতে কোন প্রকার সাউন্ড ইফেক্ট ও লোগো ব্যবহার করা যাবে না।
•কুরআন তেলাওয়াত, হামদ-নাত এবং আবৃত্তির ভিডিও অবশ্যই স্বয়ং প্রতিযোগীর হতে হবে৷
• ভিডিওতে শব্দ ধারণের ক্ষেত্রে কোন ত্রুটি বিচ্যুতি থাকা যাবে না।

★ কুরআন তেলাওয়াত বাছাই, মূল্যায়ন এবং প্রচারণা:
কুরআন তেলাওয়াত পাঁচটি বিষয় বিবেচনা করে মূল্যায়ন করা হবে।
> উচ্চারণ
> স্পষ্টতা
> তাজবীদ
> শ্রুতিমাধুর্য
> উপস্থাপন

★ হামদ-নাত বাছাই, মূল্যায়ন এবং প্রচারণা:
হামদ-নাত পাঁচটি বিষয় বিবেচনা করে মূল্যায়ন করা হবে।
> উচ্চারণ
> স্পষ্টতা
> তাল
> শ্রুতিমাধুর্য
> উপস্থাপন

★ আবৃত্তি বাছাই, মূল্যায়ন এবং প্রচারণা:
আবৃত্তি পাঁচটি বিষয় বিবেচনা করে মূল্যায়ন করা হবে।
> উচ্চারণ
> স্পষ্টতা
> তাল
> শ্রুতি মধুরতা
> উপস্থাপন

★ প্রতিযোগিতার মোট নাম্বার ১০০;
(বিচারকগণ ৬০ নাম্বার, আঙ্গর টিভি গ্রুপ ও পেজের পোস্টের লাইক শেয়ারের ভিত্তিতে ৪০ নাম্বার।)
প্রতি গ্রুপে প্রতিযোগিদের মধ্যে প্রথম ধাপে ১৫ জন করে বাছাই করা হবে। এদের মাঝে চূড়ান্ত প্রতিযোগিতায় উভয় গ্রুপে ৩ জন করে পুরস্কারের জন্য মনোনীত হবে।

★ পুরস্কার : (সকল গ্রুপ)
প্রথম পুরস্কার ১৫০০০ টাকার গিফট ভাউচার, সার্টিফিকেট ও ক্রেষ্ট
দ্বিতীয় পুরস্কার ৮০০০ টাকার গিফট ভাউচার, সার্টিফিকেট ও ক্রেষ্ট
তৃতীয় পুরস্কার ৫০০০ টাকার গিফট ভাউচার, সার্টিফিকেট ও ক্রেষ্ট
**গিফট ভাউচার শুধুমাত্র ইনফিনিটি মেগামল/আড়ং -এর ক্ষেত্রে প্রযোজ্য

বিঃ দ্রঃ – আপোষহীন নিরপেক্ষতায় যেকোনো বিষয়ে আঙ্গর টিভি কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি