1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

দই খাওয়া নিয়ে কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

ইফতারের পর দোকান থেকে দই খাওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার পুলেরঘাট বাজারের কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে কালিয়া চাপড়া ইকোনমিক জোন সংলগ্ন এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এতে দুই গ্রামেরই প্রায় ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর পুলেরঘাট বাজারে দই খাওয়া নিয়ে আদর্শপাড়া এবং জুনাইল গ্রামের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি হলে দুই গ্রামের লোকজনই দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া থানা, সদর মডেল থানা ও আহুতিয়া ফাঁড়ির অর্ধশতাধিক পুলিশ গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি