1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

কিশোরগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

কিশোরগঞ্জে পালিত হয়েছে বিশ্ব যক্ষা দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার ডেমিয়েন ফাউন্ডেশন ও নাটাবের সহযোগিতায় জেলা স্বাস্থ্য বিভাগ শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

এদিন সকালে শোভাযাত্রাটি কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতালের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন।

সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. জহির আহমেদ তালুকদার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল করিম, ডা. অভিজিৎ পণ্ডিত, ডেমিয়েন ফাউন্ডেশনের কর্মকর্তা ডা. তন্ময় দত্ত ও সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন প্রমুখ।

সভায় আলোচকরা বলেন, বিগত ২০০০ সালের পর থেকে ৬ কোটি মানুষকে যক্ষ্মা থেকে বাঁচানো হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দেশ থেকে যক্ষ্মা নির্মূলে কাজ করা হচ্ছে।

তারা আরও বলেন, যক্ষ্মা একটি নীরব ঘাতক। প্রতি লাখে ২০১ জন যক্ষ্মা রোগী পাওয়া যায়। একজন রোগী ১০ জনের মাঝে রোগ ছড়াতে পারে। তাই সঠিক চিকিৎসা ও সচেতনতাই পারে এ থেকে বাঁচাতে। কর্মসূচিতে চিকিৎসক, নার্স, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি