ময়মনসিংহের পাগলায় মসজিদে তারাবিহ নামাজের ইমাম নিয়োগ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত জলিল মিয়া (৩৩) মারা গেছেন।
বুধবার (২৩ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার (১৮ মার্চ) জুমার নামাজের পর পাগলার থানার মশাখালী ইউনিয়নের মশাখালী মধ্যপাড়া গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
জলিল মিয়া ওই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। তিনি আনসার বাহিনীতে চাকরি করতেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান জানান, শুক্রবার জুমার নামাজের পর মধ্যপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদের তারাবির নামাজের ইমাম নিয়োগ নিয়ে আলোচনা হয়। একপর্যায়ে দুই পক্ষ বাগবিতণ্ডার পর আব্দুল আউয়াল তার লোকজন নিয়ে জলিল মিয়ার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি বলেন, এ ঘটনায় মঙ্গলবার (২২ মার্চ) রাতে নিহতের বড় ভাই আজিজুল হক বাদী হয়ে মামলা করেন। সে মামলা এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।