কিশোরগঞ্জের ১৩ উপজেলা ও ৮টি পৌরসভার মোট ৩২টি স্থানে একযোগে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার কিশোরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড ও সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
এ কার্যক্রমের রমজান মাস উপলক্ষে প্রথম ধাপে ১৭ হাজার ৫০০ মানুষ ভর্তুকি মূল্যে পণ্য কিনেছেন।
উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমুখ।
নির্ধারিত ডিলারের মাধ্যমে প্রতি প্যাকেজে দুই কেজি চিনি, দুই লিটার সয়াবিন তৈল, দুই কেজি ডাল, দুই কেজি ছোলা দেওয়া হচ্ছে। টিসিবির এসব পণ্য একসঙ্গে পাওয়া যাচ্ছে মাত্র ৪৬০ টাকায়। জেলার মোট ২ লাখ ৮২ হাজার ৫৭০টি পরিবারকে এর আওতায় আনা হয়েছে বলে জানা গেছে।