ময়মনসিংহের ফুলপুরে সাকিব আহমেদ (১৮) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করা হয়েছে। রবিবার বেলা ১টার দিকে ফুলপুর সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। সাকিব ওই কলেজের মানবিক শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র ও উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা গ্রামের কৃষক আব্দুল কাদিরের ছেলে।
জানা যায়, সাকিব ক্লাস শেষে একই এলাকার সহপাঠী জিহান, শিহাব ও ইমরানের সাথে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছিলেন। এমতাবস্থায় কলেজ মাঠে পিছন থেকে কে যেন তাকে ছুরিকাঘাত করে দৌঁড়ে পালিয়ে যায়। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। তার পিঠে ৬০টিরও বেশি সেলাই লেগেছে বলে জানান তার মামা আনোয়ার হোসেন ও চাচাতো ভাই জাহিদুল ইসলাম। এসআই মাহবুব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।