টাঙ্গাইল সদর উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মাজেদুর রহমান নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মাজেদুর রহমান (২৬) সদর উপজেলার মগড়া ইউনিয়নের মিরপুর মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আলী আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ১৬৪ ধারার জবানবন্দিসহ আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১০ জন সাক্ষ্য প্রদান করেন। দুই বছরের মাথায় ঘৃণিত এ মামলার রায় হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।
রায়ে স্কুলছাত্রীর মা ও মামলার বাদী সানি আলম সন্তোষ প্রকাশ করেছেন। তারা দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৯ অক্টোবর বিকেলে মাজেদুর একই গ্রামের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক মেয়েকে ধর্ষণ করেন। ঘটনা জানাজানির ভয়ে মাজেদুর মেয়েটিকে গলা টিপে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাকের মাধ্যমে হত্যা করেন। পরে পাশের একটি ঝোপে তার লাশ ফেলে লতাপাতা দিয়ে ঢেকে রাখেন। ওইদিন সন্ধ্যায় শিশুটির মরদেহ উদ্ধার করে।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শামস উদ্দিন। তিনি জানান, ট্রাইব্যুনালের রায়ে তারা ন্যায় বিচার পাননি। তারা উচ্চ আদালতে আপিল করবেন।