1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন

ফুলপুরে ৯৮ স্কুলছাত্রী পেল বাইসাইকেল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২

ময়মনসিংহের ফুলপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সরকারি উদ্যোগে শনিবার দুপুর সাড়ে ১২টায় পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে ৯৮টি বাইসাইকেল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, সিনিয়র সচিবের একান্ত সচিব মো. নাসিরুজ্জামান, কর কমিশনার মো. ফজলুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যাপক মো. মোজাম্মেল হক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, সমাজ সেবা অফিসার শিহাব উদ্দিন খান, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবুল বাশার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, নারীর ক্ষমতায়নে সরকারের এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখছে। আজকে যেসব শিক্ষার্থী সাইকেল পেয়েছে তাদের মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীরাও উৎসাহিত হবে। নারীদের সঙ্গে নিয়েই দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, আমাদের সমাজ জীবনকে আরো নান্দনিকভাবে সাজাতে হবে। এ জন্যে নারীর ক্ষমতায়ন আবশ্যক। আজকের এই বাইসাইকেল বিতরণ কার্যক্রম ছাত্রীদের আরো সাহসী করে তুলবে, সুদৃঢ় মনোবল নিয়ে তারা কাঙ্খিত জীবনের পথ রচনা করতে পারবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি