ময়মনসিংহের ফুলপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর সকাল সাড়ে ১১টায় ‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা ও ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্য বিষয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার এতে সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্রধর।