ময়মনসিংহের ফুলপুরে গলায় ফাঁস দিয়ে হৃদয় মিয়া (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে ফুলপুর সদর ইউনিয়নের বাঁশতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হৃদয় ওই গ্রামের আফরোজ আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হৃদয় মানসিক বিকারগ্রস্ত ছিল। এর আগেও সে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল। এ ঘটনায় ফুলপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।