ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উচাখিলা বাজারে ওই কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।
জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান প্রায় আট বছর যাবত ওই ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত আছেন। দীর্ঘদিন ধরেই এলাকাবাসী তার বিরুদ্ধে খাজনা-খারিজসহ বিভিন্ন সেবা-পরিসেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগও করেছেন। তবু বহাল তবিয়তেই তিনি চাকরি করে যাচ্ছেন বলে অভিযোগ এনে এলাকায় মাইকিং করে শনিবার দুপুরে উচাখিলা বাজারে এক বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয়। ওই সময় শত শত মানুষ বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন। ওই সময় ক্ষুব্ধ মানুষদের কাউকে কাউকে জুতা ও ঝাড়ু নিয়ে স্লোগান দিতে দেখা যায়।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযুক্ত মিজানের আইনগতভাবে দ্রুত বিচার ও ভূমি অফিসের দায়িত্ব থেকে অপসারণের দাবি জানান।
বিষয়টি নিয়ে মিজানুর রহমানের কাছে মুঠোফোনে বার বার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন বলেন, বিষয়টি দেখা হচ্ছে। অবশ্যই দুর্নীতিবাজদের বিচার হবে।