ময়মনসিংহের ফুলপুরে নারীর ক্ষমতায়ন নিয়ে তথ্য আপার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মোহাদেবপুর গ্রামে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করে।
উপজেলা তথ্য কেন্দ্র ফুলপুর কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে গ্রামীণ নারীরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে কৃষির মাধ্যমে কিভাবে স্বাবলম্বী হতে পারবেন, সে বিষয়ে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু।
তিনি বলেন, বাংলাদেশে কৃষির ওপর ভিত্তি করে অনেক গ্রামীণ নারীরা সফল হয়েছেন। তাদের জীবনের গল্প শোনে আজকের নারীরা উজ্জীবিত হচ্ছেন।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন তথ্যসেবা কর্মকর্তা আইরিন আক্তার, তথ্যসেবা সহকারী শারমিন মোস্তারি প্রীতি, শারমিন আক্তার ও ইউনিয়নের ওয়ার্ড মেম্বার প্রমুখ।