জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিলাস উদ্দিনকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে আদ্রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গুরুত্বপূর্ণ পদে থেকে অনৈতিক কাজ জড়িত থাকার অভিযোগে আদ্রা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে সামরিকভাবে বহিষ্কার করা হলো।’ বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করার নির্দেশনা প্রদান করা হয়। যথাসময়ে জবাব দিতে ব্যর্থ হলে এবং জবাব সন্তোষজনক না হলে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কর্তৃপক্ষকে জানানো হবে।
উল্লেখ্য, মেলান্দহ উপজেলায় এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. বিলাস উদ্দিনকে (২২) গ্রেপ্তার করে মেলান্দহ থানা-পুলিশ। ওই কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা। গত শনিবার রাতে মো. বিলাস উদ্দিনকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিলাস উদ্দিন আদ্রা ইউনিয়নের থুরী টনকীপাড়া এলাকার মো. আজগর আলীর ছেলে।