শেরপুরের নালিতবাড়ীতে গভীর নলকূপ বেদখল করে রাখায় ইরি বোর মৌসুমে সেচ বঞ্চিত কৃষকরা নলকূপটি স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছেন। আজ সকালে উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের কাওয়াকুড়ি বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আবদুল হাকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাজী আইয়ূব আলী, কৃষক ইসমাইল হোসেন, আবদুল মান্নান ও তোতা মিয়া। এ সময় বক্তারা বলেন, নালিতাবাড়ী উপজেলার কাওয়াকুড়ি গ্রামে তোফাজ্জল হোসেনের জমিতে ১৯৭৬-১৯৭৭ সালে বিএডিসির সমিতির মাধ্যমে সেচসুবিধার জন্য গভীর নলকূপ স্থাপন করা হয়। ওই সময় থেকে ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন আজমত আলী নামে কৃষক। পরবর্তীতে ১৯৯১ সালে ওই গভীর নলকূপটি বিএডিসি বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহন করেন। এবং আজমত আলী বিএডিসির নিকট থেকে নলকূপটি ক্রয় করে মালিক হয়ে যান। তখন থেকে বিভিন্ন কৃষকদের ৮০-১০০ একর জমিতে বোর ধান উৎপাদনে সেচ প্রদান করে আসছিলেন।
২০১৭ সালে গভীর নলকূপটির প্রকৃত মালিক আজমত আলীর নিকট থেকে তোফাজ্জল হোসেনের সন্তান ছায়েদুল ইসলাম হেন্ডেল ও মেশিন ঘরের চাবি ছিনিয়ে নেয়। এরপর থেকে আত্মসাৎ এর উদ্দেশ্যে জোর করে ওই গভীর নলকূপটি বেদখল করে রেখেছে। এছাড়াও ৩০০ শত ফুট পাকা ড্রেন ভেঙে নিয়ে যায়। এরপর থেকে এলাকার কৃষকেরা ইরি বোর মৌসুমে সেচ দিতে পারছে না। এলাকার কৃষকরা বেদখল করে রাখা গভীর নলকূপটি উদ্ধার ও স্থানান্তর করে সেচ সুবিধা দেওয়ার জন্য দাবি জানিয়েছেন।
অভিযুক্ত ছায়েদুল ইসলাম বলেন, আমাদের জমিতে নলকূপটি সরকারী বিএডিসির। ওরা যদি এটাকে তাদের বলে প্রমাণ করতে পারে তাহলে যে কোনো সময় এসে নিয়ে যেতে পারে। আমার সাথে আলোচনা না করে মানববন্ধন করে আমাকে কষ্ট দিয়েছে।