ময়মনসিংহের ভালুকায় উদ্ধার হওয়া মেছোবাঘকে বনে ছেড়ে দিয়েছেন বন কর্মকর্তারা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রসুলপুর বনে মেছোবাঘটিকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে ওইদিন বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের পূর্বপাড়া এলাকা থেকে মেছোবাঘটি ধরা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বিকেলে মেছোবাঘটি পূর্বপাড়া এলাকার একটি লেবু বাগানে ঘোরাঘুরি করছিল। একজন লেবু বাগানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বাঘটি দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা ফাঁদ পেতে বাঘটি ধরেন।
এ বিষয়ে ভালুকার উথুরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, সন্ধ্যার পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেছোবাঘটি উদ্ধার করি। পরে রাতেই রসুলপুর বনে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমীন বলেন, এসব প্রাণী হাঁস, মুরগি ও ব্যাঙ খেতে পছন্দ করে। বনে খাদ্যের সংকট দেখা দিলেই ঘনবসতিপূর্ণ এলাকায় খাবারের সন্ধানে চলে আসে।