কিশোরগঞ্জের বাজিতপুরের ছিদ্দিক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কাকন মিয়াকে (২৫) গ্রেফতার করেছে র্যাব। ঢাকার কাকরাইল এলাকা থেকে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, কাকন দীর্ঘদিন যাবত কাকরাইল এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বরমাইপাড়া গ্রামের জজ মিয়ার ছেলে।
র্যাবের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, বরমাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলাচলের রাস্তার পাশে ঘর নির্মাণকে কেন্দ্র করে কাকন মিয়া ও একই এলাকার ছিদ্দিক মিয়ার লোকদের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে ২০১৬ সালের ২২ জানুয়ারি কাকন মিয়া ও তার আত্মীয়-স্বজন রাস্তার পাশে ঘর নির্মাণ করতে চাইলে ছিদ্দিক মিয়া ও তার আত্মীয়-স্বজন বাধা দেন। এ অবস্থায় কাকন ও তার আত্মীয়-স্বজন লোহার রড, পাইপ, শাবল, লাঠি ইত্যাদি অস্ত্রসস্ত্র নিয়ে ছিদ্দিক মিয়ার ওপর হামলা করে। এতে ছিদ্দিক মিয়া গুরুতর আহত হন। পরে ছিদ্দিক মিয়াকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পরদিন নিহত ছিদ্দিকের ভাই বাদী হয়ে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারক দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই কাকন পলাতক ছিলেন।
গ্রেফতার কাকনকে বাজিতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।