নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গরা ইউনিয়নের ফুলবাড়ি নামক এলাকায় আজ বুধবার বিকেলে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতরা হলেন জহিরুল ইসলাম ওরফে সবুজ (৪৬) ও ইনচান (৩০)। এ সময় সুমন নামে অপর এক আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এঁদের সবার বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলার পোলাদেশী গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হতাহত তিন ব্যক্তি মোটরসাইকেলযোগে কলমাকান্দার পর্যটন এলাকায় ঘুরতে এসেছিলেন। আজ বিকেলে কলমাকান্দার সীমান্ত এলাকার সাত শহীদের মাজার থেকে কলমাকান্দা উপজেলা সদরে ফেরার পথে বেপরোয়াগতির মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন আরোহী ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয় ফুলবাড়ি এলাকার মুক্তিযোদ্ধা সড়কে এ ঘটনা ঘটে।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্বজনদের খবর পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, শেরপুর জেলার নকলা উপজেলার পোলাদেশী গ্রামের নিহত জহিরুল ইসলাম ওরফে সবুজ (৪৬) পুলিশের উপরিদর্শক। তিনি নেত্রকোনা পুলিশ লাইনসের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন বলেও জানান কলামাকান্দা থানার ওসি।