জামালপুরে ট্রেনে কাটা পড়ে সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. কামরুল আলম খান (৫৪) নিহত হয়েছেন। সোমবার রাতে জামালপুর-ময়মনসিংহ রেলপথের জামালপুর শহরের বন্দেরবাড়ী এলাকায় আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন। আজ মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে। নিহত কামরুল আলম খান টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।
রেলওয়ের জামালপুর জিআরপি থানা সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেসটি জামালপুর রেলস্টেশনে যাওয়ার পথে জামালপুর শহরের বন্দেরবাড়ী এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হন। তাঁর দেহ কেটে কয়েক খণ্ডে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা জামালপুর জিআরপি থানাকে জানায়।
ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হওয়ার ঘটনা জানাজানি হলে নিহতের পরিবারের স্বজনরা জিআরপি থানায় গিয়ে ওই ব্যক্তির লাশ শনাক্ত করেন। সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে সোনালী ব্যাংকের জামালপুর অফিসে কর্মরত ছিলেন তিনি।
সোনালী ব্যাংক জামালপুরের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মাহমুদুল হক জানান, ট্রেনে কাটা পড়ে নিহত সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. কামরুল আলম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি রোগসহ শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তিন মাস ধরে তিনি ছুটিতে ছিলেন।
জামালপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত সোনালী ব্যাংক কর্মকর্তা কামরুল আলম খানের লাশের ময়নাতদন্ত শেষে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।