২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে সদস্য পদে প্রার্থী ছিলেন ফরিদ মিয়া ও মজিবর রহমান। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিলেন আরো তিনজন। ওই ভোটে ৫০২ ভোট করে পান ফরিদ মিয়া ও মজিবর।
সমানসংখ্যক ভোট পাওয়ায় ওই ওয়ার্ডে নির্বাচন কমিশন পুনঃনির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তবে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন আগের নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী। নির্বাচন থেকে ছিটকে পড়েন অন্যরা। অবশেষে আজ সোমবার নির্বাচনে এক ভোটে মেম্বার হন মজিবর রহমান।
শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে এ লড়াই হয়। এতে প্রার্থী ফরিদ মিয়া ৮৯০ ভোট পেয়েছেন। তাঁর চেয়ে এক ভোট বেশি পেয়ে মেম্বার হয়েছেন মজিবর রহমান।
বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে জানা যায়, এই কেন্দ্রে আজ সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে মজিবর রহমান মোরগ প্রতীক নিয়ে ৮৯১ ভোট এবং ফরিদ মিয়া ঘুড়ি প্রতীকে ৮৯০ ভোট পান। এতে এক ভোটের ব্যবধানে মজিবর রহমান বেসরকারিভাবে ঘোষণা করা হয়।