নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের নিচে চাপা পড়ে রাসেল মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার দশাল গ্রাম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল জামালপুর সদর উপজেলার ফাগু মিয়ার ছেলে।
জানা যায়, রোববার সকালে বেপরোয়া গতিতে ট্রাকটি দশাল গ্রামে এসেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকটির নিচে চাপা পড়ে রাসেল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবাবকে খবর দেওয়া হয়েছে। কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।