নেত্রকোনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজারে অভিযান পরিচলনা করে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং আমদানিকারকের সিলবিহীন পণ্য বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় তাদেরকে সতর্ক করা হয়। রবিবার বিকালে সদর উপজেলার স্টেশন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. শাহ আলম।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস আই) এর তথ্যের ভিত্তিতে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. হাবিল উদ্দীন ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হককে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মো. শাহ আলম বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অর্পিত ক্ষমতাবলে নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান সার্বিক নির্দেশনায় চলমান জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।