জামালপুরে যাত্রীবাহী বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিযাত্রী সুমন কুমার কুণ্ডু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকালে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের খড়খড়িয়া এলাকায় এ দুর্ঘটনায় চালকসহ আরো পাঁচজন সিএনজিযাত্রী আহত হন। নিহত সুমন কুমার কুণ্ডু পাবনা জেলার ঈশ্বরর্দী উপজেলার ফতেহ মোহাম্মদপুর গ্রামের মৃত রামপদ কুণ্ডুর ছেলে। তিনি একটি কসমেটিকস কম্পানির ময়মনসিংহ অঞ্চলের সেলস ম্যানেজার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বুধবার সকাল ৮টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের খড়খড়িয়া এলাকায় জামালপুরগামী একটি সিএনজি অটোরিকশা ও ময়মনসিংহগামী যাত্রীবাহী রাজিব পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এতে সিএনজিযাত্রী সুমন কুমার কুণ্ডু ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বলেন, ‘দুর্ঘটনায় নিহত সুমন কুমার কুণ্ডুর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তার স্বজনদের কাছে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়ায় বাসের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় আহতরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন’।