কিশোরগঞ্জের ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৪ জন ও বিএনপি সমর্থক ১ জন জয়লাভ করেছেন।
সোমবার পাকুন্দিয়া উপজেলার ৯টি ও কুলিয়ারচর উপজেলার ১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরুজ্জামান মিয়া (নৌকা) ৫ হাজার ৩৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান (মোটর সাইকেল) পেয়েছেন ৪ হাজার ৫৮১ ভোট। বুরুদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নাজমুল হুদা (ঘোড়া) ৩ হাজার ৬৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা কামাল আকন্দ (চশমা) পেয়েছেন ৩ হাজার ৫৫৪ ভোট। চণ্ডিপাশা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. শামছু উদ্দিন (আনারস) ৫ হাজার ৪১৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মঈন উদ্দিন (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৪৪৪ ভোট। চরফরাদী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ. মান্নান (নৌকা) ৬ হাজার ৮৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. কামাল উদ্দিন (মোটর সাইকেল) পেয়েছেন ২ হাজার ৭৭০ ভোট। হোসেন্দী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহাম্মদ হাদিউল ইসলাম (নৌকা) ২ হাজার ৭৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নাজমুল কবির (ঘোড়া) পেয়েছেন ১ হাজার ৯৭০ ভোট। জাঙ্গালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বুলবুল আহমেদ (মোটর সাইকেল) ৫ হাজার ৩৯৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আব্দুছ ছাত্তার (ঘোড়া) পেয়েছেন ৩ হাজার ৪৭৪ ভোট। নারান্দী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মুছলেহ উদ্দিন (আনারস) ৪ হাজার ৬৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৬৬৭ ভোট। পাটুয়াভাঙ্গা ইউনিয়নে বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক জুটন (আনারস) ৭ হাজার ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান আসাদ (টেবিল ফ্যান) পেয়েছেন ২ হাজার ৩৫২ ভোট। সুখিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আ. হামিদ (নৌকা) ৬ হাজার ৫৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক (আনারস) পেয়েছেন ৪ হাজার ২৭৬ ভোট।
কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলাল উদ্দিন (নৌকা) ৮ হাজার ৪২৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আল-মাসুদ মাসুদ মিয়া (ঘোড়া) পেয়েছেন ৬ হাজার ৪২৪ ভোট।