1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসছে নতুন বৃষ্টিবলয়, কৃষকদের জন্য জরুরি সতর্কবার্তা রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি ঢাকায় আসছেন ২৫ নভেম্বর নির্বাচন কমিশন থেকে নামিয়ে ফেলা হয় শেখ মুজিবুর রহমানের ছবি শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’, ছাত্রদল কর্মীদের বেধড়ক পেটাল ছাত্রলীগ পাঁচ বিসিএসে নিয়োগ পাবে ১৮ হাজার ১৪৯ জন ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে নির্দেশনা আদালত দেবে : স্বরাষ্ট্র উপদেষ্টা সিইসি ও চার কমিশনার শপথ নিলেন সেইলরের ব্র‍্যান্ড এম্বাসেডর হলেন তারকা জুটি সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম মন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলাম, যেন চাকরি চাইতে গিয়েছি: বাণিজ্য উপদেষ্টা

কিশোরগঞ্জের ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

কিশোরগঞ্জের ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৪ জন ও বিএনপি সমর্থক ১ জন জয়লাভ করেছেন।

সোমবার পাকুন্দিয়া উপজেলার ৯টি ও কুলিয়ারচর উপজেলার ১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরুজ্জামান মিয়া (নৌকা) ৫ হাজার ৩৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান (মোটর সাইকেল) পেয়েছেন ৪ হাজার ৫৮১ ভোট। বুরুদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নাজমুল হুদা (ঘোড়া) ৩ হাজার ৬৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা কামাল আকন্দ (চশমা) পেয়েছেন ৩ হাজার ৫৫৪ ভোট। চণ্ডিপাশা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. শামছু উদ্দিন (আনারস) ৫ হাজার ৪১৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মঈন উদ্দিন (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৪৪৪ ভোট। চরফরাদী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ. মান্নান (নৌকা) ৬ হাজার ৮৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. কামাল উদ্দিন (মোটর সাইকেল) পেয়েছেন ২ হাজার ৭৭০ ভোট। হোসেন্দী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহাম্মদ হাদিউল ইসলাম (নৌকা) ২ হাজার ৭৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নাজমুল কবির (ঘোড়া) পেয়েছেন ১ হাজার ৯৭০ ভোট। জাঙ্গালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বুলবুল আহমেদ (মোটর সাইকেল) ৫ হাজার ৩৯৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আব্দুছ ছাত্তার (ঘোড়া) পেয়েছেন ৩ হাজার ৪৭৪ ভোট। নারান্দী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মুছলেহ উদ্দিন (আনারস) ৪ হাজার ৬৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৬৬৭ ভোট। পাটুয়াভাঙ্গা ইউনিয়নে বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক জুটন (আনারস) ৭ হাজার ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান আসাদ (টেবিল ফ্যান) পেয়েছেন ২ হাজার ৩৫২ ভোট। সুখিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আ. হামিদ (নৌকা) ৬ হাজার ৫৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক (আনারস) পেয়েছেন ৪ হাজার ২৭৬ ভোট।

কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলাল উদ্দিন (নৌকা) ৮ হাজার ৪২৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আল-মাসুদ মাসুদ মিয়া (ঘোড়া) পেয়েছেন ৬ হাজার ৪২৪ ভোট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি